ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বয়স যেন তার কাছে পাত্তাই পায় না। এবার বসন্তের ছোঁয়ায় নিজেকে মেলে ধরলেন এই অভিনেত্রী। সিনেমার প্রচার উপলক্ষে কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সিনেমা ছাড়াও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন। ব্যক্তিজীবন সম্পর্কে থাকার কথা বিস্তারিত জানিয়েছেন, জানিয়েছেন বিয়ে নিয়ে ভাবনার কথাও। বিস্তারিত লিখেছেন শেখ সেলিম...
২০২৫ খ্রিষ্টাব্দের শুরু থেকেই একের পর এক চমক দেখাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। এরই ধারাবাহিকতায় এবার একসঙ্গে দু’টি সিনেমা মুক্তি পাচ্ছে। একটি দেশের প্রেক্ষাগৃহে, অন্যটি আসছে ওটিটি প্লাটফর্মে।
প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ফেরেশতে’। আর ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’। দু’টি সিনেমার গল্প, নির্মাণশৈলী ও আবেগের ভিন্নতায় এগুলো হয়ে উঠেছে জয়ার ক্যারিয়ারে বিশেষ সংযোজন।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সমাজের সুবিধাবঞ্চিত এক পরিবারের মানবিক গল্পকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। জয়া আহসানের পাশাপাশি এতে অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। এই সিনেমার সহপ্রযোজক হিসেবেও রয়েছেন জয়া।
‘ফেরেশতে’ ইতোমধ্যে আন্তর্জাতিকপর্যায়ে সাড়া ফেলেছে। ২০২২ খ্রিষ্টাব্দে নির্মিত সিনেমাটি প্রদর্শিত হয়েছে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক দৃষ্টিভঙ্গির জন্য এটি জিতেছে জাতীয় পুরস্কার। এছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী ছবি হিসেবেও জায়গা করে নিয়েছিল সিনেমাটি।
চলতি মাসেই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। লায়ন সিনেমাস তাদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে ‘ফেরেশতে’ শিগ্গিরই আসছে। একইসঙ্গে স্টার সিনেপ্লেক্স থেকেও জানানো হয়েছে, সিনেমাটি মুক্তির বিষয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে জানানো হবে মুক্তির নির্ধারিত তারিখ।
অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকি ঘোষণা দিয়েছে, সেপ্টেম্বর মাসেই তাদের দু’টি সাইটে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’। পিপলু আর খান পরিচালিত সিনেমাটি গেল ১৬ মে প্রথমে মুক্তি পায় প্রেক্ষাগৃহে। এবার এটি চরকিতে দেখা যাবে ঘরে বসেই।
সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে দুই নারী চরিত্রকে কেন্দ্র করে। করোনা মহামারির সময় তারা একসঙ্গে দীর্ঘ সময় ধরে গৃহবন্দি হয়ে পড়ে। শুরুর পেশাগত সম্পর্ক সময়ের সঙ্গে রূপ নেয় এক আন্তরিক বন্ধনে। রান্না, গল্প, পুরনো স্মৃতিচারণে একে অপরের সঙ্গী হয়ে ওঠে তারা। তবে এই ঘনিষ্ঠতার মধ্যেও থেকে যায় এক অদৃশ্য দেয়াল। জয়ার তারকাখ্যাতি আর শারমিনের সাধারণ জীবনের ব্যবধান একসময় সম্পর্কটিকে জটিল করে তোলে। এই দ্বৈততার টানাপোড়েনেই নির্মিত হয়েছে ‘জয়া আর শারমিন’। এতে জয়া আহসান অভিনয় করেছেন নিজের নামের চরিত্রে আর শারমিন চরিত্রে দেখা যাবে মহসিনা আক্তারকে। এ সিনেমার সহপ্রযোজক হিসেবেও রয়েছেন জয়া।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতটি মেরিল-প্রথম আলো পুরস্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ব্যাচেলর’।
জয়া আহসান দুই বাংলায়ই সমানতালে কাজ করছেন। সেই সুবাদে কখনো ভারতে কখনো আবার বাংলাদেশে। তবে এটুকু বোঝা যায়, ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন তিনি। কারণ, ঢাকা-কলকাতা মিলে গত চার মাসে মুক্তি পাওয়া তার বেশ কয়েকটি সিনেমা। দর্শকের ভালোবাসা আর প্রশংসাও পেয়েছে সমানভাবে।
কাজের ফাঁকে মাঝে মধ্যেই নতুন নতুন ছবি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। সম্প্রতি ফটোশুটের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া।
ছবিতে নানা ভঙ্গিমায় দেখা গেছে জয়াকে। ক্যাপশনে কোনো কিছু না লিখলেও ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার চিহ্ন। কালো পোশাকে জয়ার নতুন ছবি দেখে প্রসংশা করছেন ভক্তরা। একদিনে ভক্তদের প্রতিক্রিয়া পড়েছে ২৫ হাজারের বেশি।
জয়াকে সবশেষ পর্দায় দেখা গেছে পশ্চিমবঙ্গের নির্মাতা সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায়। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। এর আগে কলকাতায় মুক্তি পায় জয়া আহসান অভিনীত সিনেমা ‘ডিয়ার মা’। এই সিনেমার মাধ্যমে প্রথমবার চন্দন রায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এটি জয়ার দ্বিতীয় সিনেমা। এর আগে জয়াকে গেল ঈদে দেখা গেছে ঢাকার আলোচিত দুই ‘তা-ব’ ও ‘উৎসব’ সিনেমায়। একটিতে সাংবাদিক, অন্যটিতে ভূতের চরিত্রে অভিনয় করেন তিনি। এদিকে শোনা যাচ্ছে, নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এ অভিনয় করতে যাচ্ছেন জয়া। এই সিনেমায় আছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। যদিও নায়িকার বিষয়টি এখনো নিশ্চিত করেননি নির্মাতা।
সম্প্রতি কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়াকে প্রশ্ন করা হয় আপনার জীবনে বিশেষ কেউ আছেন ? জয়া বলেন, ‘মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।’ নাম না বললেও জয়া জানান, তার ‘বিশেষ মানুষ’ সিনেমা-দুনিয়ার কেউ নন। তবে, সিনেমার কারো সঙ্গে সম্পর্কে জড়াবেন না, এটা তার সচেতন সিদ্ধান্ত ছিল না। হয়ে গেছে।
দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি। জয়া বলেন, ‘আমরা অনেকদিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু হয়ে উঠতে পারা গুরুত্বপূর্ণ ; আমরা সেটা পেরেছি। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী, অনেক ভ্রমণ করি, কলকাতায় এসে দীর্ঘদিন কাজ করি- এসব কোনো কিছুই সে মনেও আনে না। আমাকে কাজ করতে দিচ্ছে, এটা বড়ো বিষয়। আমরা দু’জনই খুব প্রাইভেট মানুষ, তাই নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।’