নাচিয়ে মেয়ের অভিনয়ের গল্পকথা

29 Sep 2025, 03:08 PM আকাশলীনা শেয়ার:
নাচিয়ে মেয়ের অভিনয়ের গল্পকথা

বর্তমান সময়ে টেলিভিশন নাটকের পরিচিত মুখ পারসা ইভানা। ২০১৪ খ্রিষ্টাব্দে চ্যানেল আই আয়োজিত নাচের রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’ চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে আলোচনায় আসেন তিনি। এরপর নাটকে অভিনয় শুরু করে দ্রুতই দর্শকপ্রিয় হয়ে ওঠেন। তার হাসি, সংলাপ, অভিনয়ের সহজ সরল ভঙ্গি তাকে অন্যদের থেকে আলাদা করেছে। আনন্দভুবনের এবারের আকাশলীনা আয়োজনে পারসা ইভানাকে নিয়ে লিখেছেন শহিদুল ইসলাম এমেল...


নাচের মঞ্চ থেকে নাটকের পর্দায়

২০১৪ খ্রিষ্টাব্দে চ্যানেল আই আয়োজিত রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’-তে চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসেন ইভানা। চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। অভিনয় করতে থাকেন একের পর এক দর্শকপ্রিয় নাটকে। তার প্রথম নাটক অঞ্জন আইচের ‘পঞ্চমীর চাঁদ’। সংলাপবিহীন চরিত্রে কেবল এক্সপ্রেশনের মাধ্যমে অভিনয় করে প্রথম কাজেই অসংখ্য ভক্ত শ্রোতার প্রশংসা পান তিনি। সেই প্রশংসাই তাকে এগিয়ে নিয়ে যায় নাটকের ভুবনে।


বিদেশে প্রশিক্ষণ, দেশে ফেরা

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে যান পারসা ইভানা। সেখানকার ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’ থেকে তিন মাসের একটি অভিনয়ের ওপর কোর্স করেন। এছাড়া ‘স্টেপস অন ব্রডওয়ে’ থেকে নাচের ওপর পনেরটি কর্মশালা করেছেন। সেখানে ছিলেন মায়ের কাছে। ছেলেবেলার বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিয়েছেন, মায়ের হাতের মজার মজার রান্না খেয়েছেন। দেশে আসার আগে স্বল্প সময়ের জন্য কানাডাতেও গিয়েছিলেন ইভানা। সাড়ে চার মাস বিদেশে অবস্থান করে দেশে ফিরে আসেন ২১ আগস্ট। তবে দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে তিনি ছিলেন না জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে। ফলে দর্শক যেমন মিস করেছে তাকে, নাটকের চরিত্র কাবিলাও পর্দায় মিস করেছে তার প্রিয় ইভাকে।

বিদেশে থাকার কারণে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে না থাকা এবং আবার কবে দর্শক তাকে নাটকে দেখতে পাবে এমন প্রশ্ন করা হলে ইভানা বলেন, ‘আবার কবে দর্শক আমাকে দেখতে পাবে এটা পরিচালক ভালো বলতে পারবেন। তবে ইভা চরিত্রটিকে দর্শক যতটা মিস করে, আমি মিস করি তারচেয়ে বেশি। অধিকাংশ মানুষ আমাকে ইভা হিসেবেই চেনে। এটা আমার জন্য আশীর্বাদস্বরূপ।’


কাবিলার সঙ্গে প্রবাসে দেখা

যুক্তরাষ্ট্র থেকে কানাডায় বেড়াতে গিয়ে দেখা হয়ে যায় জিয়াউল হক পলাশের [কাবিলা] সঙ্গে। নাটকের পর্দার বন্ধুত্ব এবার গড়ায় বিদেশের মাটিতেও। একসঙ্গে বেশ কিছু সময় কাটান তারা, যা আলোচনায় আসে ভক্তদের মধ্যেও।

অভিনয়ের গল্প

ইভানা মূলত নৃত্যশিল্পী ছিলেন। কিন্তু নাচ জানার সুবাদেই সুযোগ পান অভিনয়ে। পরিবারের অনেকেই নাটক দেখা অবস্থায় বলত, “তুমি যদি ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করতে, ভালো হতো।” অবশেষে সেটিই বাস্তব হয়। ইভানার বাবা ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের প্রচ- ভক্ত, মেয়েকে এই নাটকে দেখে তিনিও খুব খুশি হন।


জনপ্রিয় নাটক ও দর্শকপ্রিয়তা

ইভানার ঝুলিতে জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছেÑ ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’, ‘ব্যাচেলর রমজান’, ‘দই’, ‘দুই দিন দুই রাত’, ‘মাল্টিপ্লাগ’, ‘যুক্তবর্ণ’, ‘তুমি আছো তাই’, ‘চড়ুই পাখির বাসা’, ‘সেপারেশন’, ‘হোটেল রিল্যাক্স’, ‘কিডনি’, ‘হোসেন-এর গল্প’, ‘রাইট অর রং’, ‘অবহেলিত মানুষ’, ‘থার্ড পারসন’, ‘এভাবেও ফিরে আসা যায়’, ‘সন্ধ্যা ৭টা’, ‘প্রাকৃতজন’সহ আরো বেশকিছু নাটক। প্রতিটি নাটকেই ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করে কুড়িয়েছেন অসংখ্য দর্শকদের প্রশংসা।


কাজের প্রতি একাগ্রতা

নিজের কাজের বিষয়ে ইভানা বলেন, ‘আমি আলোচনায় আসার জন্য অভিনয় করি না। অভিনয় করি ভালোবেসে। যত কাজ করেছি, সবই একশত ভাগ মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছি। আমি সবসময় কোয়ালিটিফুল কাজ করতে চাই। কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিই আমার কাছে বেশি ম্যাটার করে। ভালো গল্পের নাটকে অভিনয় করতে চাই। ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে চাই।’


সিনেমায় আসার সম্ভাবনা

ছবিতে অভিনয়ের প্রসঙ্গে ইভানা বলেন, ‘শুরুর দিকে কয়েকটি কমার্শিয়াল ছবির অফার এসেছিল, তবে, গল্প ভালো না লাগায় করিনি। এখন প্রস্তুত আছি। ভালো গল্প হলে ছবিতে অবশ্যই কাজ করব।’


ভবিষ্যৎ ভাবনা

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খুব একটা ভাবেন না ইভানা। তার মতে, ‘অতিরিক্ত পরিকল্পনা মানসিক চাপ তৈরি করে। আমি যে কাজটিই করি, তা মনোযোগ দিয়ে করি। সততা আর পরিশ্রম থাকলে ভালো কিছু হবেই। তাছাড়া এখন তো ফেসবুক-ইউটিউবের যুগ। প্রচুর মানুষ নাটক দেখে এবং কমেন্ট করে। দর্শকের প্রশংসা আর কমেন্টগুলো আমাকে অনুপ্রাণিত করে। এগুলোই আমার বড়ো পাওয়া।’