ন্যাশনাল কস্টিউম পর্বে জামদানি পরলেন মিথিলা

20 Nov 2025, 02:13 PM খবর শেয়ার:
ন্যাশনাল কস্টিউম পর্বে জামদানি পরলেন মিথিলা

বাঙালী নারীদের চিরায়ত পোশাক শাড়ি। সেই শাড়িতে মিস ইউনিভার্স মাতালেন তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্সের ৭৪তম আয়োজনে এই বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। আগামীকাল জানা যাবে কার মাথায় উঠবে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট। মূল প্রতিযোগিতার আগে প্রতিদিনই বিভিন্ন সেশনে অংশ নিচ্ছেন বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীরা। ১৮ নভেম্বর, মঙ্গলবার ছিল ন্যাশনাল কস্টিউম পর্ব। সেখানে প্রতযোগীরা মঞ্চে হেঁটেছেন নিজ নিজ দেশের ঐতিহ্য ধারণ করে।

তানজিয়া জামান মিথিলা সেই পর্বে বেছে নিয়েছেন বাংলাদেশের নারীদের চিরায়ত পোশাক শাড়ি। দেশের ঐতিহ্য তুলে ধরতে নির্বাচন করেছেন সাদা জামদানি, যার মোটিফে ফুটে উঠেছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে তিনি লিখেছেন, ‘মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম -দ্য কুইন অব বেঙ্গল।’