চলে গেলেন নির্মাতা শেখ নজরুল ইসলাম

23 Nov 2025, 03:01 PM শ্রদ্ধাঞ্জলি শেয়ার:
চলে গেলেন নির্মাতা শেখ নজরুল ইসলাম

২২ নভেম্বর, শনিবার রাত সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে মারা গেলেন ‘চাঁদের আলো’সহ বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্রের নির্মাতা শেখ নজরুল ইসলাম। তার বয়স ছিল ৯০ বছর।

তাঁর মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

আজ রবিবার নাটোরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৬ নভেম্বর দুপুরে শেখ নজরুল ইসলাম মাইল্ড স্ট্রোক করেন। পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালের আইসিউতে নেওয়া হয়। শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকরা ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখেন। সেই সময় ফুরোতেই তিনি মারা যান। 

শেখ নজরুল ইসলাম ১৯৩৫ সালের ৭ নভেম্বর নাটোরের কালিগঞ্জ থানার পিপরুল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করেন।

শেখ নজরুল ইসলাম প্রয়াত নির্মাতা জহির রায়হান ও খান আতাউর রহমানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্র পরিচালনা শুরু করেন । ১৯৭৪ সালে মুক্তি পায় তার পরিচালনায় প্রথম ছবি ‘চাবুক’। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘নদের চাঁদ’, ‘এতিম’, ‘নাগিন’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’, ‘আশা’, ‘পরিবর্তন’, ‘নতুন পৃথিবী’, ‘দিদার’, ‘সালমা’, ‘বউ শাশুড়ি’, ‘কসম’, ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’, ‘চাঁদের আলো’, ‘চাঁদের হাসি’, ‘চক্রান্ত’, ‘সিংহ পুরুষ’ প্রভৃতি। ষাটের দশকে ‘সাত ভাই চম্পা’ ছবিতে অভিনয়ও করেন নজরুল ইসলাম।

তিনি ‘লেট দেয়ার বি লাইট’ (অসমাপ্ত) ছবিতে জহির রায়হানের সহকারী হিসেবে কাজ করেন এবং এতে কেমিও চরিত্রে অভিনয়ও করেন।