শোবিজ অঙ্গনে অভিনেত্রী কেয়া পায়েলের যাত্রা বেশিদিনের না হলেও সাবলীল অভিনয় দিয়ে নিজের অবস্থান বেশ পোক্ত করে নিয়েছেন তিনি। ক্যারিয়ারের এই অল্প সময়ে শতাধিক নাটকে অভিনয় করে নিজের নামের প্রতি সুবিচার করেছেন। তার অভিনীত প্রতিটি নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে। বিস্তারিত লিখেছেন শেখ সেলিম...
বর্তমান সময়ে টিভি নাটকের যেক’জন দর্শকপ্রিয় অভিনেত্রী আছেন, তাদের মধ্যে অন্যতম কেয়া পায়েল। মিডিয়ায় ক্যারিয়ারের বয়েস কম হলেও ভালো মানের গল্প ও সাবলীল অভিনয় দিয়ে নজর কেড়েছেন সবার। প্রযোজক ও নির্মাতাদের তালিকায়ও প্রথমে চলে আসেন এই অভিনেত্রী। তার প্রতিটি নাটকই ইউটিউবে কোটির উপরে দর্শক দেখেছেন। নাটকের পাশাপাশি মডেলিং ও চলচ্চিত্রে অভিনয় করেছেন পায়েল। তবে, বর্তমানে তিনি নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছেন। ব্যস্ততা প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, বেশ কিছু নাটকের শুটিং করছি। গল্পনির্ভর কিছু কাজ করছি। ভিন্ন ভিন্ন গল্প ও ব্যতিক্রমী চরিত্র আমাকে বেশি টানে। তাই সেরকম চরিত্র নিয়েই কাজ করছি। তিনি আরো বলেন, ‘অভিনয়ই আমাকে বেশি টানে। অভিনয়ই মন দিয়ে করতে চাই। অভিনয় ভালোবাসি। তাই অভিনয় নিয়ে স্বপ্ন বেশি দেখি। ধীরে ধীরে স্বপ্নগুলো পূরণ হচ্ছে। দর্শকরা আমাকে ভালোবাসেন। কোথাও গেলে কাজের প্রশংসা শুনতে পাই। এটাই প্রাপ্তি।’ বর্তমানে বেশকিছু নাটকে অভিনয় করছেন তিনি, নাটকগুলো খুব শিগগিরই প্রচার হবে।
তার প্রতি দর্শক ও নির্মাতাদের ব্যাপক আগ্রহ থাকলেও কাজ কমিয়ে দিয়েছেন পায়েল। সম্প্রতি তিনি নেপালের মনোরম লোকেশনে তানিম রহমান অংশুর পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি প্রসঙ্গে পায়েল বলেন, ‘নেপালে শুটিং করে ভালো লেগেছে। প্রথমত লোকেশন দারুণ, দ্বিতীয়ত গল্প আর পরিচালকও ভালো। কাজটি বেশ উপভোগ করেছি। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’ এর আগেও নেপালে একাধিক নাটকের শুটিং অভিজ্ঞতা রয়েছে এই অভিনেত্রীর।
ক্যারিয়ারে পায়েল বেশ ঝলমলে সময় পার করছেন। নাটকে পায়েলের ব্যস্ততা এখন তুঙ্গে। ফলে অন্য কাজে সেভাবে পাওয়া যায় না তাকে। তবু ব্যস্ততার ফাঁকে কয়েকটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। ইমরান মাহমুদুলের ‘কেন এত চাই তোকে’, ‘এত ভালোবাসি’, ‘পরান বন্ধুরে’ গানগুলোতে দেখা গেছে তাকে। সম্প্রতি আবারো কণ্ঠশিল্পী ইমরানের একটি গানের মডেল হয়েছেন তিনি। গানটির অভিজ্ঞতা নিয়ে কেয়া পায়েল বলেন, ‘ইমরান নিঃসন্দেহে ভালো গায়ক। তার সঙ্গে কাজ করে ভালো লেগেছে। সুন্দর লোকেশনে শুটিং হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।’

মিউজিক ভিডিওর কাজ প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, এ পর্যন্ত যত মিউজিক ভিডিও করেছেন, বেশিরভাগই ইমরানের গান। এর বাইরে হাবিব ওয়াহিদের ‘বোকা মন’-এ মডেল হয়েছিলেন। কিন্তু সেটিও ইমরানের সুর ও সংগীতে। তবে, বছর সাতেক আগে তাহসান খানের ‘ভালোবাসি তাই’ গানে মডেল হয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে পায়েল বলেন, ‘সংখ্যায় হয়তো ইমরানের সঙ্গেই মিউজিক ভিডিও বেশি। তবে, হাবিব ওয়াহিদ ও তাহসান খানের গানেও অভিনয় করেছি। আসলে কেউ ভালো প্রজেক্ট নিয়ে এলে তবেই করি। ভালো গান, ভিডিওর অ্যারেঞ্জমেন্ট পছন্দসই হলে করি। এমনিতে সবার সঙ্গেই কাজ করতে আগ্রহী আমি। আর ইমরানের সঙ্গে বোঝাপড়া ভালো। সে খুব হেল্পফুল। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই বারবার একসঙ্গে কাজ করা হয়।’
অভিনয়ের পাশাপাশি পার্লার ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছেন কেয়া পায়েল। এই প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘এটা নিয়ে অনেকদিনের স্বপ্ন ছিল। স্বপ্ন থেকেই কাজটি শুরু করেছি।’
নিজে শুধু নাটকে অভিনয়ই করেন না, নিজের নাটকের কঠিন সমালোচকও তিনি। এই প্রসঙ্গে বলেন, ‘শুটিং থাকায় অনেক সময় নাটক দেখতে পারি না। কিন্তু পরে ঠিকই দেখে নিই। নিজের কাজ দেখা উচিত। তাহলে ভুলগুলো ধরা পড়ে।’
অভিনয় নিয়ে স্বপ্নের কথা জানাতে গিয়ে কেয়া পায়েল বলেন, ‘অভিনয় নিয়ে অনেক স্বপ্ন দেখি। ধীরে ধীরে স্বপ্নগুলো পূরণ হচ্ছে। দর্শকরা আমাকে ভালোবাসেন। কোথাও গেলে কাজের প্রশংসা শুনতে পাই।’
কেয়া এখন বেছে বেছে কাজ করেন। খুব বেশি কাজ হাতে রাখেন না।
উত্তরা ৩ নম্বর সেক্টরে ‘মেকওভার অ্যান্ড সেলুন’ নামে একটি ব্যবসা শুরু করেন। শুটিং না-থাকলে সেখানেই বেশিরভাগ সময় দেখাশোনায় সময় কাটে।
নভেম্বর থেকে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘আমাদের গল্প’ নামে একটি ধারাবাহিক নাটক প্রচার হবে কেয়া পায়েলের। আপাতত সেটা নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।
কেয়া পায়েল ১৯৯৪ খ্রিষ্টাব্দে আশুলিয়া, সাভারে জন্মগ্রহণ করেন। ২০১৭ খ্রিষ্টাব্দে তিনি মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ২০১৮ খ্রিষ্টাব্দে ‘একটাই আমার তুমি’ টেলিফিল্মে অভিনয় করে অভিনয়ের জগতে অভিষেক ঘটে। তারপর থেকে বিভিন্ন নাটক ও ঈদের বিশেষ নাটকে নিয়মিত অভিনয় করে দর্শকের নজরে আসেন। ২০১৯ খ্রিষ্টাব্দে ‘ইন্দুবালা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড়ো পর্দায় অভিষেক ঘটে কেয়া পায়েলের।